জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি (জেলা কার্যালয়ে)
১) কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২০ জন
২) ড্রেস মেকিং এন্ড টেইলারিং-২০
৩) সার্টিফিকেট ইন বিউটিফিকেশন-২০
৪) ব্লক-বাটিক এন্ড প্রিন্টিং-২০
৫) সূচ শিল্প: হ্যান্ড অ্যামব্রয়ডারি এন্ড কারচুপি ওয়ার্কস-২০
২০ গুণ ৫ সমান ১০০ জন (তিন মাস ব্যাপি)
১২ মাসে ৪০০ জন
আগামী অর্থ বছরেও হবে ৪০০ জন।
মহিলা প্রশিক্ষণ কেন্দ্র (ডব্লিউটিসি)
মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা।
ট্রেডের নাম-দর্জিবিজ্ঞান,সুচ শিল্প, নকশিকাঁথা।
প্রশিক্ষণার্থী প্রতি ব্যাচে ৩০ জন।
বছরে ১২০ জন গুণ ২ সমান ২৪০ জন।
আগামী বছরেও ২৪০ জন।
এছাড়া উক্ত দপ্তরের উপকারভোগী হিসেবে জেলায় ১০৫১৯ জন ভিডাব্লিউবি উপকারভোগী মহিলা রয়েছে। যাদেরকে খাদ্যশস্য প্রদানের পাশাপাশি জীবন দক্ষতামূলক ও আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হয়। মন্ত্রণালয় কর্তৃক চুক্তিবদ্ধ চারটি সহযোগী এনজিও'র মাধ্যমে ৫টি নির্ধারিত মডিউল অনুযায়ী জীবন দক্ষতামূলক এবং চারটি নির্ধারিত মডিউল অনুযায়ী আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
মডিউল -১ উদ্যোক্তা উন্নয়ন
মডিউল -২ দেশি মুরগী ও হাঁস পালন
মডিউল- ৩ বাড়ির পাশে সবজি চাষ
মডিউল-৪ গরু ও ছাগল পালন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস